শনিবার, ১১ মে ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

স্বপ্ন যে এক মুহূর্তের মধ্যে ধুলিস্যাৎ হয়ে যাবে সেটা অকল্পনীয়

স্বপ্ন যে এক মুহূর্তের মধ্যে ধুলিস্যাৎ হয়ে যাবে সেটা অকল্পনীয়

বিনোদন ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এর নাম ‘বঙ্গবন্ধু’। এটি নির্মাণ করছেন বলিউডের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বেলার চরিত্রে অভিনয় করার কথা ছিল মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। কিন্তু শেষ মুহূর্তে এসে জানা যায়, এই চরিত্র থেকে বাদ পড়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হিমি নিজেই।

এক ফেসবুক বার্তায় এই অভিনেত্রী বলেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর বঙ্গবন্ধুর বায়োপিক প্রজেক্টের সঙ্গে সংযুক্ত নেই। অডিশন দেওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বেলার চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচিত হয়েছিলাম। এত বড় একটি চরিত্রে অভিনয় করা সকল অভিনেত্রীরই স্বপ্ন। স্বপ্ন যে এক মুহূর্তের মধ্যে ধুলিস্যাৎ হয়ে যাবে সেটা অকল্পনীয় ছিল।’

হিমি আরও বলেন, ‘চরিত্র থেকে বাদ পড়ার কারণ, এমনকি চরিত্র থেকে যে বাদ পড়েছি কোন কিছুই কর্তৃপক্ষ জানানোর প্রয়োজন মনে করেননি। কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করে একজন অভিনেত্রী হিসেবে সামান্যতর সম্মান প্রদর্শন করবেন এতটুকু আশা ছিল।’

‘বঙ্গবন্ধু’ সিনেমার অভিনয় শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘সর্বশেষে, নতুনভাবে নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীরা অসাধারণ অভিনয় করবেন এবং ঐতিহাসিক চরিত্রগুলো রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন এর জন্য শুভকামনা রইল।’

এদিকে, বাদ পড়ার বিষয়টি নিয়ে  যোগাযোগ করা হলে হিমি বলেন, ‘কেন বা কি কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে তা আমার জানা নেই। “বঙ্গবন্ধু” বায়োপিকের নিউজগুলো যখন সবখানে প্রকাশ হচ্ছিল, তখন দেখলাম এ বিষয়ে আমি কোন কিছুই জানি না বা আমাকে জানানো হচ্ছে না। এরপর নিজে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, আমাকে বাদ দেওয়া হয়েছে।’

হিমি বর্তমানে একাধিক নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল মঙ্গলবার থেকে তিনি নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877