সোমবার, ০৬ মে ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

১৫ বছর পর ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা

১৫ বছর পর ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা

স্বদেশ ডেস্ক:

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন।  দীর্ঘ ১৫ বছর পর জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে।

মাহমুদ আব্বাসের কার্যালয় শুক্রবার এ ব্যাপারে একটি ডিক্রি জারি করে। এতে বলা হয়েছে, আগামী ২২ মে পার্লামেন্ট নির্বাচন এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর আল জাজিরার।

এর আগে ২০০৬ সালে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।  ওই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে হামাস জয়ী হয়।

হামাসের ওই জয়ের পরই ২০০৭ সাল থেকে গাজা অবরোধ করে রাখে ইসরাইল।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের ডিক্রিতে বলা হয়, অধিকৃত পশ্চিমতীর, গাজা ও পূর্ব জেরুজালেমসহ দেশটির সব এলাকায়ই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ইসরাইল জেরুজালেমে নির্বাচনসহ ফিলিস্তিনিদের সব ধরনের তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877