স্বদেশ ডেস্ক: রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তাকে ভোট দিতে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, তিনি সকালে পৌরসভার চাঁনপাড়া স্কুল কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডাররা তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেয়। তিনি মেয়র প্রার্থী হলেও তাকে ভোট দিতে দেয়া হয়নি। ৯টি ওয়ার্ডের সবগুলো থেকেই বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এজন্য তিনি ভোট বর্জন করেছেন। তিনি বলেন, ‘আমি একজন প্রার্থী। আমাকেও ভোট দিতে দেয়া হয়নি।
তবে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মালেক মন্ডল এসব অস্বীকার করে বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হচ্ছে। সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে।’