স্বদেশ ডেস্ক:
ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ভাইস চেয়ারম্যান পদে মিশিগানের গভর্ণর গ্রেচেন হুইটমারের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার গ্রেচেন হুইটারমারসহ দলের নেতৃত্বের জন্য আরও সাতজনের নাম ঘোষণা করেন তিনি।
বাইডেনের টিম একটি বিবৃতিতে বলেছে, হুইটমার এমন এক ব্যক্তি যিনি সব কিছু বিসর্জন দিয়ে মিশিগানের জন্য কাজ করে যাচ্ছেন। ২০০৬ সালে সিনেটের সংখ্যালঘু নেতা হিসেবে নির্বাচিত প্রথম মহিলা হিসেবে ইতিহাস গড়েছেন। ২০১৮ সালে রাজ্যের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। হুইটমার ২০২০ সালে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার জন্য কো চেয়ারের দায়িত্ব পালন করেছিলেন এবং প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের কমিটিরও অংশ তিনি।
বাইডেন জাইম হ্যারিসনকে দলের চেয়ারম্যানের পাশাপাশি অতিরিক্ত ভাইস চেয়ারপারসনের জন্যও তিনজনের নাম মনোনীত করেছেন। তারা হলেন-ইলিনয়ের সিনেটর ট্যামি ডাকওয়ার্থ, টেক্সাসের কংগ্রেসম্যান ফাইলমন ভেলা জুনিয়র এবং আটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমস, যাকে নাগরিক ব্যস্ততা এবং ভোটার সুরক্ষা কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছিল।
বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘এই গ্রুপের ব্যক্তিরা ডেমোক্র্যাটিক পার্টির সবচেয়ে সেরা প্রতিনিধিত্ব করে। তাদের গল্প এবং সক্রিয়তা ও কাজের দীর্ঘ ইতিহাস আমাদের দলের মান এবং বৈচিত্র্যকে প্রতিফলিত করে যা আমাদের দলকে শক্তিশালী করেছে।’
আমেরিকা যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ডেবি ডেনজেল এবং ডি-ডিয়ারবোন, হুইটমারকে মনোনয়নের প্রশংসা করে উল্লেখ করেছেন যে, তিনি স্পষ্টতই বাইডেনের বিশ্বস্ত দলের খুব গুরুত্বপূর্ণ অংশ। তবে মিশিগান জিওপি চেয়ারম্যান লওরা কক্স এই মনোনয়নের সমালোচনা করেছেন।