মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

চীনকে হুশিয়ারি ভারতের

চীনকে হুশিয়ারি ভারতের

স্বদেশ ডেস্ক:

সেনা দিবসের প্যারেডে উপস্থিত হয়ে চীনকে কড়া বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে। তিনি বলেছেন, সীমান্ত ইস্যুতে বারবার বেইজিংয়ের চোখ রাঙানি সহ্য করবে না দিল্লি। তার দাবি, ভারত রাজনৈতিকভাবে ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সীমান্তের সমস্যা মেটাতে চায়, আর সেটা ভারত ধৈর্যের সঙ্গে করছে। কেউ যেন সেই ধৈর্যের পরীক্ষা না নেয় বলে হুশিয়ার করেছেন নারভানে। এনডিটিভি।

গত বছরের জুন মাসে লাদাখের গালওয়ান ভ্যালিতে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান নিহত হন। চীনেরও বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে বলে ভারতের তরফে দাবি করা হলেও এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি বেইজিং।

সেনা দিবসের প্যারেডে অংশ নিয়ে সীমান্ত সংঘাতের প্রসঙ্গ টেনে আনেন ভারতীয় সেনাপ্রধান। তিনি জানান, লাদাখ ইস্যু নিয়ে আটবার চীনের সেনাদের সঙ্গে বৈঠক করেছে ভারতীয় জওয়ানরা। তিনি বলেন, ‘সীমান্তের সমস্যার সমাধানে আমরা বদ্ধপরিকর। কিন্তু কেউ যেন সেই ধৈর্যের পরীক্ষা না নেয়। দেশের জন্য ভারতীয় সেনাদের গালওয়ানে আত্মবলিদান বিফলে যাবে না। ভারতীয় সেনা দেশের ওপর কোনো আঘাত সহ্য করবে না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877