স্বদেশ ডেস্ক:
ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের চূড়ান্ত অনুমতি পেল জোড়া করোনাভাইরাস টিকা- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। আজ রোববার এক সংবাদ সম্মেলনে টিকার জরুরি ছাড়পত্রের কথা জানায় দেশটির ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, ড্রাগ কনট্রোলার জেনারেল ভিজি সোমানি জানিয়েছে, ‘ছাড়পত্র পাওয়া দুটি টিকাই নিরাপদ। নিয়ন্ত্রিত জরুরি প্রয়োগের জন্য এই দুটি টিকাকে অনুমোদন দেওয়া হলো।’
এ ঘোষণার পরই এ বিষয়ে টুইট করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ‘দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। দেশকে কোভিড মুক্ত করতে এই পদক্ষেপ খুব জরুরি ছিল। ধন্যবাদ সব গবেষক ও বিজ্ঞানীদের।’
আনন্দবাজার জানায়, ভারত বায়োটেকের আবেদন বিশ্লেষণের সময় এর ট্রায়েলের ফলাফলকে বিবেচনা করেছে বিশেষজ্ঞ প্যানেল। ২৩ হাজার মানুষের দেহে এ ভ্যাক্সিন প্রয়োগ করে দেখা গেছে, এটি নিরাপদ। তবে টিকাটি কতটা কার্যকর, তা বুঝতে আরও সময় লাগবে।
তবে, টিকার সুরক্ষার বিষয়ে একেবারে নিশ্চিত হয়েই অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি ডিসিজিআই-এর। জেনারেল ভিজি সোমানি জানান, ‘সুরক্ষা নিয়ে ন্যূনতম উদ্বেগ থাকলেও আমরা কোনো কিছুর অনুমোদন দিতাম না। হালকা জ্বর, ব্যথা এবং অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি টিকার ক্ষেত্রে সাধারণ বিষয়।’