শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিরিয়ার সদ্য দখল করা এলাকা থেকেও সরছে না ইসরাইল

সিরিয়ার সদ্য দখল করা এলাকা থেকেও সরছে না ইসরাইল

স্বদেশ ডেস্ক:

ইসরাইলি সৈন্যরা দীর্ঘ দিনের জন্য সিরিয়ার ভেতরে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার মাউন্ট হারমনের শীর্ষে নিরাপত্তা কর্মকর্তাদের সাথে পরিস্থিতি পর্যালোচনা করে তিনি এই মন্তব্য করেন।

এই প্রথমবারের মতো ইসরাইলের কোনো ক্ষমতাসীন নেতা সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করলেন। এসময় তার সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ, আইডিএফ প্রধান লে. জেনারেল হারজি হ্যালেভি, শিন বেত প্রধান রনেন বাত, নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল উইরি গর্ডিন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে পালিয়ে যাওয়ার পর জাতিসঙ্ঘ তদারকিতে থাকা বাফার জোনে প্রবেশ করে ইসরাইলি বাহিনী। ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী স্থানটি বাফার জোন হিসেবে পরিচিত ছিল। ইসরাইল ওই সময় বলেছিল তারা বেশি দিন এই এলাকায় থাকবে না।

মাউন্ট হারমন থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক দেখা যায়। এই পর্বতের চূড়াই দাঁড়িয়ে নেতানিয়াহু ঘোষণা করেন, ইসরাইলের নিরাপত্তা দেবে, এমন আরেকটি ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরাইল এখানে অবস্থান করবে।

তিনি বলেন, ‘৫৩ বছর আগে আমার সৈন্যদের নিয়ে আমি সায়েরেত মাতকলে টহলে ছিলাম।’

তিনি বলেন, ‘এই স্থানটির পরিবর্তন হয়নি। একই জায়গা রয়ে গেছে। তবে ইসরাইলের নিরাপত্তার গুরুত্ব বুঝে গত কয়েক বছরে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ইসরাইলের নিরাপত্তার সর্বোত্তম নিশ্চয়তা দেবে, এমন ব্যবস্থা ইসরাইল করবে।

সূত্র : টাইমস অব ইসরাইল

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877