মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা

ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা

স্বদেশ ডেস্ক:

বিশ্বব্যাপী ফের ভয়ঙ্কর হতে শুরু করেছে করোনাভাইরাস পরিস্থিতি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ১৩ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ছয় লাখের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। খবর সিএনএন, ওয়ার্ল্ডোমিটারস, এএফপি, স্কাই নিউজ, রয়টার্স, সিনহুয়া, এসপিএ ও বিবিসির।

ভ্রমণকারীদের জন্য দ্বার খুলছে সিঙ্গাপুর : ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য পৃথক ট্র্যাভেল লেন বা ভ্রমণপথ চালু করছে সিঙ্গাপুর। দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী চান চুন সিং ফেসবুকের এক পোস্টে বলেছেন, ‘কানেক্ট সিঙ্গাপুর’ কর্মসূচির আওয়ায় বিশেষ এই ট্র্যাভেল লেন চালু হতে যাচ্ছে। এর আওতায় সব দেশ থেকেই সীমিত সংখ্যক ব্যবসায়িক কর্মকর্তা ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন ভ্রমণকারীদের সর্বোচ্চ ১৪ দিন সিঙ্গাপুরে থাকার অনুমতি দেয়া হবে। ২০২১ সালের জানুয়ারির মাঝামাঝি এ কর্মসূচি শুরু হবে।

যুক্তরাজ্যে চাকরি হারিয়েছে ৮ লাখ ১৯ হাজার মানুষ : যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অধিদফতর (ওএনএস) জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে দেশটিতে মহামারী শুরুর আগে যতজন বেতনভুক্ত কর্মী ছিলেন, নভেম্বরে রয়েছেন তার চেয়ে অন্তত আট লাখ ১৯ হাজার কম। অর্থাৎ এই কয়েক মাসে যুক্তরাজ্যে আট লাখের বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। বেড়েছে বেকারত্বের হারও।

ফ্রান্সে লকডাউন শিথিল করে রাত্রিকালীন কারফিউ : ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। কারফিউ অনুযায়ী রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত লোকজন বাড়ি থেকে বের হতে পারবেন না। বড়দিন উৎসবে এই কারফিউ কার্যকর থাকবে না, তবে নববর্ষের উৎসবে কার্যকর থাকবে।

মডার্নার ভ্যাকসিনও অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র : গত ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিন অনুমোদনের পর এবার মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, মডার্নার ভ্যাকসিন নিরাপদ এবং করোনাভাইরাস মোকাবেলায় ৯৪ শতাংশ কার্যকর। অনুমোদন পেলে এটি হবে দ্বিতীয় ভ্যাকসিন, যা যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধে ব্যবহৃত হবে।

ট্রাম্পের ভ্যাকসিন নেওয়ার দিনক্ষণ জানাবে না হোয়াইট হাউজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন নেয়ার দিনক্ষণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ। মঙ্গলবার প্রেসিডেন্টের দফতর থেকে এ অস্বীকৃতি জানানো হয়। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হোয়াইট হাউজের মুখপাত্র কাইলেই ম্যাকইনানি বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও হোয়াইট হাউজের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাসময়েই ভ্যাকসিন নেবেন প্রেসিডেন্ট।

বিনামূল্যে টিকা দিতে নিবন্ধন শুরু সৌদিতে : বিনামূল্যে করোনার টিকা দিতে সৌদি আরবে নিবন্ধন শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সেখানকার নাগরিক ও বিদেশী বাসিন্দাদের নাম তালিকাভুক্তির কাজ শুরু করা হয়েছে। যারা সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছেন টিকা দেয়ার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এ তালিকায় রয়েছেন সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্য, চিকিৎসক, জটিল এলাকাগুলোতে কর্মরত জরুরি সেবা বিভাগের কর্মী, ষাটোর্ধ্ব ব্যক্তি, স্থূল ব্যক্তি, হাঁপানি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, অসুস্থ স্বাস্থ্যকর্মী এবং শেষ ধাপে রয়েছে টিকা পাওয়ার যোগ্য ব্যক্তিরা।

করোনার মধ্যেও চীনে বেড়েছে রফতানি : চীনে রফতানি পণ্য পরিবহনের সর্বশেষ সূচক নতুন রেকর্ড করেছে। এর ফলে পণ্যবাহী কনটেইনার সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। মূলত রফতানি ব্যাপক বৃদ্ধি পাওয়ার ফলেই এই ঘাটতি তৈরি হয়েছে।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ানো ক্ষেত্রে বিশ্বে প্রথম দিকে রয়েছে চীন।

এশিয়া-প্যাসিফিকে চাকরিহারা ৮ কোটি মানুষ : করোনার প্রভাবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আট কোটি মানুষ চাকরি হারিয়েছে। এ ছাড়া এ অঞ্চলের মানুষের আয় ও কর্মসংস্থানের ওপর বিপর্যয়কর প্রভাব পড়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

ভ্যাকসিনের কেলেঙ্কারির দুঃসংবাদ : করোনা মহামারীতে সারা বিশ্বে সবচেয়ে আনন্দের ছিল ভ্যাকসিন উদ্ভাবন, অনুমোদন ও তা প্রয়োগের সংবাদ। সেই আনন্দের মধ্যেই এসেছে ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারির দুঃসংবাদও। যারা ভ্যাকসিন পাওয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ভ্যাকসিন নিয়ে চরম দুর্নীতি ও ভ্যাকসিন সরবরাহ নিয়ে ভুল তথ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। দুর্নীতিবাজরা মানুষের সংবেদনশীল ব্যক্তিগত তথ্যের বিনিময়ে ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। অনেক কোম্পানি ‘করোনা প্রতিরোধ করবে’ এমন প্রতিশ্রুতি দিয়ে ভুয়া চিকিৎসা দিচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877