স্বদেশ ডেস্ক:
শেষ দশ দিনে চার চারটি জয়। এর মধ্যে লা লিগায় টানা তৃতীয় জয়। সব মিলিয়ে দারুণ ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ জয়টি এসেছে বাংলাদেশ সময় বুধবার ভোরে। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে পরাজিত করেছে রিয়াল। দারুণ এই জয়ে প্রথমবারের মতো পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলকে স্পর্শ করেছে জিদান বাহিনী।
১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রিয়াল। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ম্যাচের শুরুটাই লাল কার্ড দিয়ে। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে অহেতুক টনি ক্রুসকে পেছন থেকে ফাউল করে ১৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অ্যাথলেটিকের গার্সিয়া। ১০ জনের দলে পরিণত সফরকারীরা। সুযোগটা ভালো মতো নেয় রিয়াল।
তারপরও গোল পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। প্রথম গোল আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ডি-বক্স থেকে ভিনিসিউসের কাটব্যাক পেয়ে ২২ গজ দূর থেকে জোরালো শটে আসরে নিজের প্রথম গোলটি করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে পাল্টা আক্রমণে সমতা আনে বিলবাও। আন্দের কাপার প্রথম শট কোর্তোয়া ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল ধরে ঠাণ্ডা মাথায় গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার কাপা (১-১)।
পাল্টা আক্রমণে পরক্ষণেই জালে বল পাঠিয়েছিলেন ভিনিসিউস; তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ৭৪ মিনিটে রিয়ালেকে দারুণ হেডে লিড এনে দেন করিম বেনজেমা (২-১)।
ম্যাচের শেষ দিকে পাল্টা আক্রমণে কয়েকবার ভীতি ছড়ায় বিলবাও। যোগ করা সময়ে তো প্রতিপক্ষকে প্রায় রুখে দিয়েছিল তারা; কিন্তু মাইকেল ভেসগার জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন কোর্তোয়া। উল্টো শেষ মুহূর্তে আরও এক গোলের দেখা পায় রিয়াল। এবারও বেনজেমা। শেষ অবধি ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কস শিবির।