মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

গোপনে ছেলের খতনা : সিদ্দিকের বিরুদ্ধে সাবেক স্ত্রীর জিডি

গোপনে ছেলের খতনা : সিদ্দিকের বিরুদ্ধে সাবেক স্ত্রীর জিডি

স্বদেশ ডেস্ক:

গোপনে ছেলে আরশ রহমানের খতনা করার অভিযোগে অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। গতকাল শনিবার রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মারিয়া মিম নিজেই।

মারিয়া মিম বলেন, ‘আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। বাবুকে সুন্দর করে রেডি করে ওকে দিলাম। একটু পরে ফোনে শুনতে পেলাম, বাবু কান্না করছে। আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, “ওরে তো সুন্নতে খতনা করালাম।” আমার ছেলের সুন্নতে খতনা, অথচ আমিই জানি না। এটা তো একটা ক্রাইম।’

মারিয়া মিম আরও জানান, যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিংয়ে যাবে এবং ইভিনিংয়ে চলে আসবে, জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এত বড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?’

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিকুর রহমান। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের মা-বাবা হন। আর গত বছরের অক্টোবরে আলাদা হয়ে যান সিদ্দিক ও মিম। ওই বছরই ১৯ অক্টোবর ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন মিম। এরপর সন্তান আরশ রহমান আদালতের নিয়মেই মা ও বাবার কাছে থাকছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877