স্বদেশ ডেস্ক: যশোরের মণিরামপুরে গোলাম কিবরিয়া নামে এক এনজিও কর্মকর্তা গৃহপরিচারিকাকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের ফলে বর্তমানে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে। আটক কিবরিয়া ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার আসাননগর গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে। তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মণিরামপুর শাখার কর্মকর্তা।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বাদী হয়ে মণিরামপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। যার মামলা নং-২।
সূত্রে জানা যায়, গোলাম কিবরিয়া মণিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামে বিয়ে করে চাকরিজীবী স্ত্রীকে নিয়ে পৌর এলাকার তাহেরপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন। ওই বাসায় গৃহপরিচারিকা হিসেবে মণিরামপুরের এক কিশোরীকে রাখা হয়। অভিযোগ রয়েছে স্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি ওই কিশোরীকে ধর্ষণ করেছেন। এক পর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে মেয়ের বাবা যশোরের একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা জানান তার মেয়ে প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা। মেয়ের বাবা পরে মণিরামপুর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার তাহেরপুর গ্রামের ভাড়াব াসা থেকে গোলাম কিবরিয়াকে আটক করে। পাশাপাশি ওই কিশোরীকে পুলিশ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে সূত্র জানায়।