রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

বিএনপি প্রার্থীর পথসভার পাশে ইসির মাইক, ছবি তোলতেই সরে গেলো

বিএনপি প্রার্থীর পথসভার পাশে ইসির মাইক, ছবি তোলতেই সরে গেলো

স্বদেশ ডেস্ক:

ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এর নির্বাচনী পথসভার সামনে এসে মাইক লাগিয়ে ভোটারদের অবগত করেছেন ঢাকা-৫ রিটার্নিং কর্মকর্তার দুইটি পিকআপ ভ্যান।

বুধবার সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে নির্বাচনী পথাসভা শুরু করেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। এসময় পথসভায় অংশ নেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ দলের কয়েকজন সিনিয়র নেতা।

এসময় নির্বাচন কমিশনের মাইকবাহী দুটি প্রচারণার গাড়ি সমাবেশের পাশেই যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মার্কেটের সামনে এসে রাখা হয়। সেখানে প্রায় ৩০-৩৫ মিনিট চালানো হয় ইসির প্রচারণার মাইক। ইসির প্রচারণার মাইকের শব্দে এসময় পথসভার বক্তব্য কিছুই শোনা যাচ্ছিলো না।

পরে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন যখন বক্তব্য রাখছিলেন তখন এই প্রতিবেদক ছবি তুললে গাড়িতে থাকা ড্রাইভার কাগজ দিয়ে মুখ ঢেকে ফেলে। এর ২/৩ মিনিটের মধ্যে ড্রাইভারকে কোন একজনের সাথে ফোনে কথা বলতে দেখা যায়। কথা বলা শেষে পার্কিং করে ইসির প্রচারণা চালানো মাইকবাহী পিকআপ ভ্যান দুটি সরিয়ে নেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877