স্বদেশ ডেস্ক:
সাভারের আশুলিয়ায় এক নারী শ্রমিককে ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের ঘটনায় আসলাম সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে ইয়ারপুর ইউনিয়নের জিরাবো নামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার তাকে আদালতে তোলা হবে।
পুলিশ বলছে, জিরাবো এলাকার ওই নারী (৩০) তার স্বামীসহ স্থানীয় এক ব্যক্তির বাড়িতে একটি রুম নিয়ে ভাড়া থাকেন। সুমন তার পাশের রুমে থাকেন। গত শনিবার ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন সুমন। এ ঘটনার ভিডিও নিজের মোবাইলেও ধারণ করে রাখেন। ভিডিও নিয়ে তিনি ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে আসছিলেন।
আশুলিয়া থানা জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানিয়েছেন, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার সুমনের বাড়ি ময়মনসিংহ জেলায়। আজ তাকে আদালতে তোলা হবে।