বিনোদন ডেস্ক:
বিয়ের মাত্র ১২ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে হানিমুনে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ করেন ভারতের বিতর্কিত মডেল অভিনেত্রী পুনম পান্ডে। এ ঘটনায় তার স্বামী স্যাম বম্বেকে গোয়া পুলিশ গ্রেপ্তার করলেও জামিনে ছাড়া পেয়েছেন তিনি। তবে এখনো মামলা তার মাথার উপর ঝুলছে। কী হয়েছিল সেই রাতে? এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এক সাক্ষাৎকারে পুনম জানান, প্রায় দেড় বছর ধরে স্যাম বম্বের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। শুরু থেকেই অত্যাচার করতেন স্যাম। বিয়ে করলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে- এমনটা ভেবেই সেপ্টেম্বরের ১১ তারিখ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় গোয়ায় মধুচন্দ্রিমায় যাওয়ার পর। ২৩ সেপ্টেম্বর রাতে অত্যাচার চরমে পৌঁছায়।
গুঞ্জন শোনা যাচ্ছে, অর্থ এবং সম্পত্তির লোভে পুনম স্যাম বম্বেকে বিয়ে করেছেন। এমন খবরে ব্যথিত পুনম। তিনি জানান, তিনি নন বরং স্যাম তার ভিডিও বেঁচে রোজগার করেন। এখন নাকি পুনমের কাছে অভিযোগ ফিরিয়ে নেওয়ার জন্য কান্নাকাটিও করছেন।
কিন্তু এই দুঃস্বপ্নের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন পুনম। তিনি জানান, আবারও নিজের সিঙ্গলহুডে ফিরে যেতে চান তিনি। আর অনুরাগীদের উপহার দিতে চান নিজের ভিডিও।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নগ্ন-অর্ধনগ্ন ছবি-ভিডিও প্রকাশ করে কিংবা রাতের আধারে রাস্তায়, আবার কখনো স্টেডিয়ামে লুকিয়ে গিয়ে গায়ের পোশাক খুলে আলোচনায় থাকেন পুনম। সমালোচনাও কম নেই তার বিরুদ্ধে। সহকর্মীর বিরুদ্ধে যৌনাচরণ বা নিগ্রহের ভিত্তিহীন অভিযোগ করেও আলোচনায় থাকেন এই অভিনেত্রী।