বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

আটলান্টিক সিটিতে ‘হিউম্যানিটি’র উদ্যোগে প্রবাসী কৃতি শিক্ষার্থীরা সম্বর্ধিত

আটলান্টিক সিটিতে ‘হিউম্যানিটি’র উদ্যোগে প্রবাসী কৃতি শিক্ষার্থীরা সম্বর্ধিত

স্বদেশ রিপোর্ট ॥ আটলান্টিক সিটি হাই স্কুল এর দ্বাদশ শ্রেনীর সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় স্হানলাভকারী বাংলাদেশী আমেরিকান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে ‘হিউম্যানিটি’। ‘হিউম্যানিটি’র উদ্যোগে আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়ার সৌজন্যে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেধা তালিকার সেরা দশে স্হান লাভকারী কৃতি বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীরা হলেন, শেখ নাহিয়ান (প্রথম),তৌসিফ জামান (তৃতীয়),ওয়াহিদুল মেহেদী (চতুর্থ) ,আজরা জেসমিন (সপ্তম) ও আরাফাত রহমান (নবম)।
সম্প্রতি ‘হিউম্যানিটি’ সংগঠনের অধিকর্তাদের সহায়তায় কাউন্সিলর আনজুম জিয়া কৃতি শিক্ষার্থীদের বাসভবনে গিয়ে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।শেখ নাহিয়ান ও তৌসিফ জামান কলেজে অবস্হান করায় তাদের অভিভাবকদের হাতে আনজুম জিয়া সম্মাননা স্মারক তুলে দেন। ‘হিউম্যানিটি’র অধিকর্তা আটলান্টিক স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার এই সময় উপস্হিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের অভিবাবকরা ‘হিউম্যানিটি’র এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কাউন্সিলর আনজুম জিয়াকে তাঁর ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। কৃতি ছাএ-ছাএীদের সম্বর্ধিত করা প্রসংগে ‘হিউম্যানিটি’র অধিকর্তারা বলেন, প্রবাসী কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধিত করার মাধ্যমে তাদের অনন্য মেধার স্বীকৃতি প্রদান করা হলো।এছাড়া আগামী প্রজন্মও যাতে কৃতি শিক্ষার্থীদের অনুসরন করে ভালো ফলাফল করতে উৎসাহিত হয় সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877