স্বদেশ ডেস্ক:
লালমনিরহাটের ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ডা: আতিয়ার রহমান, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম রোকন ও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউপি চেয়ারম্যান খ ক শফিকুল ইসলাম মারা যান।
এছাড়া, বিভিন্ন রোগে মদাতী ইউপির সদস্য আব্দুল লতিফ, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউপির এক সদস্য ও সদর উপজেলার গোকুন্ডা ইউপির এক সদস্য মারা যান।
তাদের মৃত্যুতে শূন্য হয়ে পড়া ওইসব পদে আগামী ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘নির্বাচন সংক্রান্ত চিঠি পেয়ে আমরা প্রস্তুতি নেয়া শুরু করেছি।’
সূত্র : ইউএনবি