শনিবার, ২৫ মে ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৭ জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৭ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এখন পর্যন্ত এ দাবানলে মারা গেছে সাতজন। এই অঙ্গরাজ্যটির অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, দাবানলে পুড়েছে ২০ লাখ একরের বেশি বনভূমি। বাসস্থান ছাড়া হয়েছেন বহু মানুষ।

গত ৭ সেপ্টেম্বর দাবানলের ভয়াবহতায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আটটি জঙ্গল বন্ধ করে দিয়েছে দেশটির ফরেস্ট সার্ভিস। সান ফ্রানসিসকো বে এলাকায় ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে।

গত মাসের মাঝামাঝিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশ’টি জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দাবানল। ফলে রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে ধ্বংস হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ স্থাপনা। সোমবারও আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন ১৪ হাজার ১০০ অগ্নি নির্বাপককর্মী। শুষ্ক বাতাসের কারণে সামনের দিনগুলোতে দাবানল আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র লিন টোলমাকোফ বলেন, ‘গত ৩৩ বছরের ইতিহাসে এক বছরের মধ্যে ২০ লাখ একর ভূমি পুড়েছে এমনটা আমরা দেখিনি। এটা নিশ্চিতভাবে রেকর্ডভাঙা নজির। এখনো দাবানলের মৌসুম শেষ হয়নি। এর আগে ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ায় দাবানলে ২ লাখের কাছাকাছি বনভূমি পুড়েছিল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877