সোমবার, ১৭ Jun ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়েছে : জাতিসঙ্ঘ

প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়েছে : জাতিসঙ্ঘ

স্বদেশ ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সঙ্ঘাত বাড়তে থাকায় প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা পালাতে বাধ্য হয়েছেন বলে শুক্রবার সতর্ক করে দিয়েছে জাতিসঙ্ঘ।

তাদেরকে হত্যা ও তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে প্রায়ই টহল দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

জাতিসঙ্ঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র এলিজাবেথ থ্রসেল জেনেভায় সাংবাদিকদের জানান, ‘বুথিদং ও মংদু শহরে সঙ্ঘাতের কারণে গত কয়েকদিনে হাজার হাজার সাধারণ নাগরিক ঘরছাড়া হয়েছেন।’

তিনি বলেন, ‘নিরাপত্তার খোঁজে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের কাছে নাফ নদী এলাকায় পালিয়ে গেছে।’

নভেম্বরে জান্তা সরকারের বাহিনীর ওপর আরাকান আর্মি (এএ) হামলা করলে রাখাইনে সঙ্ঘাত শুরু হয়।

এএ বলছে, তারা রাখাইনে রোহিঙ্গাদের জন্য আরো স্বায়ত্তশাসনের জন্য লড়ছে।

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সামরিক বাহিনী অভিযান শুরু করলে অনেক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে যান। থ্রসেল জানান, ‘ইতোমধ্যে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আছেন।’

এছাড়া রাখাইনে সঙ্ঘর্ষ আরো বাড়ার আশঙ্কা করছেন তিনি।

জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ফল্কা টুর্ক বাংলাদেশসহ অন্য দেশগুলোকে আন্তর্জাতিক আইন অনুসারে ‘যারা সুরক্ষা খুঁজছেন তাদের তা দেয়ার’ অনুরোধ করেছেন।

সূত্র : ডয়চে ভেলে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877