স্বদেশ ডেস্ক: পিরোজপুরের কাউখালীতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করেছেন মামলার এক আসামি। আজ শুক্রবার দুপুরে আসামির নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত কাউখালী থানার এএসআই রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রতিবেশী এক নারীকে লাঞ্চিত করার ঘটনায় উপজেলার জয়কুল গ্রামের হায়দার হাওলাদারের বিরুদ্ধে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত করতে এএসআই রফিকুল তার বাড়িতে যান। ঘরের মধ্যে প্রবেশের সময় হঠাৎ করে ধারালো দা দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করে হায়দার। এতে তিনি হাত ও মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা পুলিশ কর্মকর্তা রফিকুলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলাকারী ও মামলার আসামি হায়দারকে আটকের চেষ্টা চলছে বলে জানান কাউখালী থানার ওসি।