স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা, কারাবন্দী ইমরান খান লাহোরে আগামীকাল শনিবার তার দল ঘোষিত সমাবেশকে ‘বাঁচা-মরা’র উল্লেখ করে তা সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান ইমরান খান।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির অনলাইন ভার্সনের খবরে বলা হয়, আদিয়ালা জেল থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি যেমনই হোক না কেন সমগ্র দেশবাসীকে সমাবেশে যোগ দিতে বের হতে হবে।
তিনি বলেন, ‘আমি গত ১৫ মাস ধরে জেলে আছি। প্রয়োজন হলে আরও থাকতে প্রস্তুত আছি। জেলে যেতে জনগণের ভয় পাওয়া উচিত নয়।’
পিটিআই নেতাকর্মীদের সংবিধান মেনে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে দলের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমি গত ২৮ বছর ধরে দলকে সংবিধান মেনে চলার জন্য বলে আসছি। সংবিধান আমাদের সমাবেশ করার অধিকার দিয়েছে।’
তিনি বলেন, ‘আমি শনিবার পুরো জাতিকে তাদের ভবিষ্যতের জন্য লাহোর সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সুপ্রিম কোর্টই শেষ প্রতিষ্ঠান যেখানে জনগণের প্রত্যাশা রয়েছে। সুপ্রিম কোর্ট ধ্বংস হলে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’
ইমরান খান বলেন, ‘সুপ্রিম কোর্টকে ধ্বংস করা মানে গণতন্ত্র ধ্বংস করা, আর গণতন্ত্রকে ধ্বংস করা মানে স্বাধীনতাকে ধ্বংস করা। স্বাধীনতা ধ্বংস হলে মানুষ দাস হয়ে যায়।’
সংবিধান সংশোধনের চেষ্টার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে পূর্ণ আলোচনা হওয়া উচিত ছিল। রাতের অন্ধকারে সংশোধনীর পেছনে উদ্দেশ্যটি এখন জানা গেছে।’