রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র আ’লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক হলেন ড. প্রদীপ রঞ্জন কর

যুক্তরাষ্ট্র আ’লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক হলেন ড. প্রদীপ রঞ্জন কর

হাকিকুল ইসলাম খোকন: জাতিসংঘের সাধারন অধবিশেনে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে আসছেন । এ উপলক্ষে যুক্তরাষ্ট্র আ’লীগ এক সম্মেলনের আয়োজন করবে বলে সূত্র থেকে জানা গছে। সেই সম্মলেন সুষ্ঠভাবে সম্পন্ন ও সফল করে তোলার লক্ষ্যে ২৬ জুন জ্যাকসন হাইটস এ খাবার বাড়ী পালকি র্পাটি সেন্টারে এক যৌথ সাধারন সভার আয়োজন করা হয় এবং যুক্তরাষ্ট্র আ’লীগরে উপস্থিত সকল সদস্যদরে র্সবসন্মতিক্রমে ড. প্রদীপ রঞ্জন করকে সম্মলেন প্রস্তুতি কমটিরি আহ্ববায়ক হিসাবে নির্ব‍াচিত করা হয়। সম্মলেন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক ড. প্রদীপ রঞ্জন কর আসন্ন ইউএস আওয়ামীলীগ সম্মলেন সফল ও সূষ্ঠভাবে সম্পন্ন করতে সকল মহলের সহযোগিতা কামনা করছেনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877