বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

অ্যাপল ষোল ইঞ্চির ম্যাকবুক আনছে

অ্যাপল ষোল ইঞ্চির ম্যাকবুক আনছে

স্বদেশ ডেস্ক : ১৬ ইঞ্চির ম্যাকবুক আনছে অ্যাপল। এটি ম্যাকবুক প্রো। আইএইচএস মার্কিট অ্যানালিস্টের এক মিডিয়া রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর জেফ লিন জানান, ‘২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসছে ১৬ ইঞ্চির ম্যাক বুক প্রো। ১৬ ইঞ্চির ম্যাকবুকে থাকবে ৩০৭২১৯২০ পিক্সেলের এলসিডি ডিসপ্লে। এর আগে ১৫৪ ইঞ্চির ম্যাকবুক প্রোতে ছিল ২৮৮০১৮০০ পিক্সেলের ডিসপ্লে। পিক্সেল ডিসপ্লে দেখা গিয়েছিল। তবে এই ল্যাপটপে কী প্রসেসর থাকবে জানা যায়নি। আগে এক রিপোর্টে মিং-চি কুও নতুন অ্যাপল পণ্য বাজারে আসার খবর জানিয়েছিলেন। কুও জানিয়েছিলেন, ১০ অথবা ১২ ইঞ্চি ডিসপ্লের আইপড লঞ্চ হতে পারে ২০২০ সালে। এলইডি প্যানেলসহ ২০২১ সালে লঞ্চ হতে পারে ১৫ থেকে ১৭ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক প্রো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877