স্বদেশ ডেস্ক:
একটা নিরীহ ছাগল রাস্তা দিয়ে হাঁটছিল। আচমকা পুলিশ এসে গ্রেপ্তার করল সেটাকে। অপরাধ- ছাগলটার মুখে মাস্ক ছিল না। করোনাকালে এমন অপরাধ করলে পুলিশ তাকে ধরবেই তো! ছাগলটার শত ম্যা ম্যা ডাকেও মন গলেনি পুলিশের। খোঁজ পেয়ে ছাগলের মালিক ছুটে যান থানায় আর উদ্ধার করে নিয়ে আসেন বেচারা ছাগলকে।
সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের কানপুরের বিকনগঞ্জে। পুলিশ স্টেশনে গিয়ে ছাগলটির মালিক অনেক অনুরোধ করার পর ছাগলটিকে ছেড়ে দেয় পুলিশ। পাশাপাশি তাকে সতর্কও করা হয় যে, এভাবে রাস্তাঘাটে ছাগল ঘুরে বেড়ালে আর রক্ষা হবে না।
পুলিশ জানিয়েছে, তারা টহল দেওয়ার সময় একটা ছেলেকে মাস্ক না পরে ছাগল হাতে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেন। পুলিশকে আসতে দেখেই ছাগল ফেলে রেখে পালিয়ে যায় ছেলেটা। সে কারণে পুলিশ ছাগলটিকেই তুলে নিয়ে আসে। কিন্তু ছাগলটিকে থানায় নিয়ে গিয়ে কী লাভ হলো, তা অবশ্য বলেনি পুলিশ।