বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পাকিস্তানে সন্ত্রাসীদের হামলায় ১৬ সৈন্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসীদের হামলায় ১৬ সৈন্য নিহত

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার বন্দুকযুদ্ধে ১৬ সৈন্য এবং আট সন্ত্রাসী নিহত হয়েছে। দক্ষিণ ওজিরিস্তানে ২০-২১ ডিসেম্বর রাতে এই বন্দুকযুদ্ধ হয় বলে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানায়, ২০-২১ ডিসেম্বর রাতে একদল সন্ত্রাসী উপজাতীয় জেলার মাকিন সাধারণ এলাকায় অবসিথত নিরাপত্তা বাহিনীর চেক পোস্টে হামলা চালানোর চেষ্টা করে।

এতে বলা হয়, সামরিক বাহিনী সফলভাবে এই চেষ্টা ব্যর্থ করে দেয়। হামলায় আটজন সন্ত্রাসী [খারিজ] নিহত হয়। আর তীব্র গুলি বিনিময়ের সময় ১৬ সৈন্য প্রাণ দেয়।

আইএসপিআর আরো জানায়, ওই এলাকায় শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এই হামলার জন্য দায়ীদের অবশ্যই পাকড়াও করা হবে।

এর আগে খাইবার জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বাধা দেয়ার সময় পাকিস্তান সেনাবাহিনীর এক সৈন্য নিহত এবং চার সন্ত্রাসী নিহত হয়।

পাকিস্তান কয়েক মাস ধরে সন্ত্রাসীদের হামলার মুখে রয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়কালে ৩২৮টি ঘটনায় সামরিক, বেসামরিকসহ ৭২২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৬১৫ জন।

এসব হামলার প্রায় ৯৭ শতাংশ ঘটেছে খাইবার পাকতুনখাওয়া এবং বেলুচিস্তানে। এসব হামলার ৯২ শতাংশই সন্ত্রাস-সংশ্লিষ্ট।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877