মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান ঢাবিতে গোলাম মাওলা রনির ওপর হামলা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র, একাদশে যারা আজিজ আহমেদের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হয়নি: ওবায়দুল কাদের অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে : সিইসি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ
করোনায় ৪৩ দিনের ব্যবধানে বাবা-ভাই-বোনের মৃত্যু

করোনায় ৪৩ দিনের ব্যবধানে বাবা-ভাই-বোনের মৃত্যু

স্বদেশ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে ৪৩ দিনের ব্যবধানে একই পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা হলেন- আবুল কাশেম মিয়া (৭৫), তার ছেলে আবদুল আউয়াল (৪৮) ও আউয়ালের বড় বোন কামরুননাহার (৫০)।

পরিবারটি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের বাসিন্দা। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয়রা জানান, হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আউয়াল গত ৪ জুন করোনার নমুনা পরীক্ষা দেওয়ার পরদিন ৫ জুন মারা যান। এরপর ১২ জুন সকাল ৯টায় তার বাবা আবুল কাশেম মিয়া করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এরপর গত ১৪ জুলাই আবদুল আউয়ালের বড় বোন কামরুননাহার করোনার উপসর্গ নিয়ে মারা যান। গতকাল শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী জানান, শনিবার পর্যন্ত হাজীগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৪১ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ জন। আর সুস্থ হয়েছেন ৬০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877