বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

আওয়ামীপন্থী শিক্ষককে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা

আওয়ামীপন্থী শিক্ষককে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অস্থায়ী শিক্ষক মো: সোবহানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ই মার্চ) রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সোবহান শরিফকে পুলিশের হাতে তুলে দেন তারা।

আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ছিল তার। ইলেকট্রনিক্স বিভাগের ইনস্ট্রাক্টর হিসেবে অস্থায়ী হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাইয়ের ২৯ তারিখে আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য ছিলেন তিনি।

গত ৫ আগস্টের পর থেকে তিনি ইনস্টিটিউটে অনুপস্থিত ছিলেন।

সোবহানকে আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগে ছাত্ররা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। বর্তমানে সে আটক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877