মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

গণস্বাস্থ্য শিগগিরই কিট উৎপাদনের অনুমতি পাবে, আশা বিজন শীলের

গণস্বাস্থ্য শিগগিরই কিট উৎপাদনের অনুমতি পাবে, আশা বিজন শীলের

স্বদেশ ডেস্ক:

শিগগিরই জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তর গনস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের কিট উৎপাদনের অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণস্বাস্থের প্রধান বিজ্ঞানী ডা. বিজন কুমার শীল। তিনি বলেছেন, ‘শুধু আমরা নয়, সারা দেশের মানুষ অপেক্ষায় আছেন।’

আজ রোববার ডা. বিজন কুমার শীল এ আশাবাদের কথা জানান।

বিজন শীল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( বিএসএমএমইউ)  হাসপাতাল কর্তৃপক্ষ কিট নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা পজিটিভ বলে মনে হয়েছে। বিএসএমএমইউ কিট পরীক্ষার ফলাফল জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে বৃহস্পতিবার জমা দিয়েছে। একইদিন আমাদেরও ফলাফলের কপি দিয়েছে।’

তিনি বলেন, ‘গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার রাতেই বিএসএমএমইউ’র ফলাফল পড়েছেন। একই সঙ্গে জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দ্রুত অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।’

‘বিএসএমএমইউতে করোনা কিট পরীক্ষার জন্য জমা দেওয়ার পর কিটের ওপর আমরা আরও কাজ করেছি। একইসঙ্গে এন্টিজেন কিট জমা দেওয়ার পর নমুনা পরীক্ষার ত্রুটির কারণে তা ফেরত আনা হয়েছিল। এখন আবার জমা দেওয়ার জন্য প্রস্তুত করেছি। দুই-এক দিনের মধ্যে তা বিএসএমএমইউতে জমা দেব’, যোগ করেন বিজন শীল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877