বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

কুয়াকাটায় রিসোর্টে চীনা নাগরিকের মৃত্যু

কুয়াকাটায় রিসোর্টে চীনা নাগরিকের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

কুয়াকাটার একটি আবাসিক হোটেল সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে লি চ্যাং (৩২) নামের এক চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রিসোর্টের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। তবে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওই বিদেশী নাগরিক বরগুনার তালতলীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রিসোর্টের ম্যানেজার ফয়সাল আহম্মেদ জানান, গত বছরের নভেম্বর থেকে লি চ্যাং (৩২) নামের ওই চীনা নাগরিক সিকদার রিসোর্টের ১০১১ নং ভিলায় অবস্থান করছিলেন।

সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ জানায়, সোমবার বিকেলে কোন একসময় লি চ্যাং ওই রিসোর্টের ছয়তলা ভবনের (টাওয়ার বিল্ডিং) দিকে যান। এরপর ৫টা ৩৫ মিনিটের দিকে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার শব্দে রিসোর্টের রিসিপশনের কর্মীরা দৌঁড়ে এসে তার নিথর দেহ দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেয়া হয়। তাৎক্ষণিক কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনাস্থলে যান। সোমবার রাত ৯টার দিকে লাশের সুরতহাল সম্পন্ন করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা জানায় পুলিশ।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর কথা স্বীকার করে বলেন, চীনা নাগরিক লি চ্যাং আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ উদ্ধার করে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। এ ব্যাপারে তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877