মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

লাইফ সাপোর্টে থাকা নাসিমকে সিঙ্গাপুরে নিতে চায় পরিবার

লাইফ সাপোর্টে থাকা নাসিমকে সিঙ্গাপুরে নিতে চায় পরিবার

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুরে পাঠানোর চেষ্টা করছে তার পরিবার। আজ বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘নাসিম ভাইয়ের ছেলে তানভীর শাকিল জয় আমাকে সকালে জানিয়েছেন, তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজেবেথ হাসপাতালে নেওয়ার জন্য সেখানে কাগজপত্র পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কথা হচ্ছে।’

তবে এমন অবস্থায় নাসিমকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তার চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, ‘উনার অবস্থা এখনো সংকটাপন্ন, অবস্থার তেমন উন্নতি হয়নি।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম গত আট দিন ধরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে থাকা অবস্থায় গত শুক্রবার সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তাপর থেকে নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ১৩ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

এর মধ্যে গতকাল মঙ্গলবার সকালে নাসিমের করোনাভাইরাসের দ্বিতীয় পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রটোকল অনুযায়ী কারও কোভিড-১৯ ধরা পড়লে উপসর্গ কমে আসার পর আবারও তার নমুনা পরীক্ষা করা হয়। এভাবে পর পর দুটি পরীক্ষার ফল নেগেটিভ এলে ধরে নেওয়া হয়, তার শরীরে আর ভাইরাসের সংক্রমণ নেই।

এর আগে সোমবার রাতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের একজন চিকিৎসক বলেছিলেন, ‘দ্বিতীয় পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এলে নাসিমকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877