স্বদেশ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাতে সিএনজি নিয়ে রাস্তায় দায়িত্ব পালন করতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় এক পুলিশ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় তিন পুলিশ ও পুলিশ বহনকারী সিএনজির চালক।
বুধবার দিবাগত রাত ২টায় এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর সিংলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল হান্নান (৫৫)। সে মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে। আব্দুল হান্নান তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং রাতে দায়িত্ব পালনে ছিলেন।
জানা যায়, বুধবার দিবাগত রাতে ডিউটিতে বের হয় পুলিশ সদস্যরা। নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে নিষিদ্ধ সিএনজিতে ডিউটি করেন তারা। রাত ২টার দিকে একটি মালবাহী কাভার্ডভ্যান সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় সিএনজি চালক ও পুলিশের আরো তিনজন।
নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে সিএনজি দিয়ে দায়িত্ব পালন করতে হয় বলে পুলিশ সদস্যরা জীবন ঝুঁকিতে থাকেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ বলেন, রাতে ডিউটিরত অবস্থায় মালবাহী কাভার্ডভ্যান চাপায় এক পুলিশ সদস্য মারা যান। আহত হয় সিএনজি চালক ও পুলিশের তিন সদস্য। চালকসহ কার্ভাডভ্যানটি আটকের চেষ্টা চলছে।