‘মা’ ছোট্ট একটি শব্দ, অথচ কতই না মধুময়। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বা মমত্ব তখন বুঝেছি, যখন নিজে মা হয়েছি। মা আমার ভালোর জন্য সমস্ত কষ্ট সহ্য করে আমাকে আগলে রেখেছেন, আমিও ঠিক জয়কে সেভাবে আগলে রেখেছি।
মায়ের সম্মতি না থাকলে আমি ‘অপু বিশ্বাস’ হতে পারতাম না। আমার পরিবারের কেউ চাননি, আমি অভিনয় করি বা সিনেমায় আসি। শুধু একমাত্র মা চেয়েছেন বলেই সিনেমায় আসতে পেরেছি। শুধু তাই নয়, আমার সঙ্গে ঢাকায় আসা, থাকা, শুটিং স্পটে দিনের পর দিন সঙ্গ দিয়েছেন মা-ই।
মাকে নিয়ে বলা শুরু করলে শেষ হবে না। আমার সব আবদারই মায়ের কাছে। মাও আমার মুখ দেখে বুঝে নিতো, কোন আবদার নিয়ে তার কাছে আমি এসেছি। শুধু তাই না আমি কেমন আছি, তাও মা মুখ দেখলে বুঝতে পারে। আজও আমার শেষ আশ্রয় মা।
আমি জয়ের মুখের দিকে যখন তাকাই, ওর ভবিষ্যৎ নিয়ে যখন ভাবনা করি, তখন মনে পড়ে, মাও তো একদিন আমার ভবিষ্যৎ নিয়ে ঠিক এভাবেই ভেবেছিলেন। তিনিও তো চেয়েছেন, আমি ১০ জনের একজন হই। সবখানে আমার নাম ছড়িয়ে পড়ুক। সন্তানের গৌরবেই মায়ের গর্ব আর আমার গর্ব আমার মা। বিশ্ব মা দিবসে মায়ের জন্য শত কোটি প্রণাম।