মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

ঢাকা সিটিতে কোথায় কতজন করোনা আক্রান্ত

ঢাকা সিটিতে কোথায় কতজন করোনা আক্রান্ত

বাংলাদেশ করোনাভাইরাস মহামারিতে বুধবার ৫৮তম দিন পার করছে। আর ইতোমধ্যে করোনা মোট আক্রান্ত দশ হাজার ছাড়িয়ে ১১ হাজার ৭১৯। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) মে মাসে বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী মোট আক্রান্তের প্রায় সাত হাজার ৭৯৪ জনই ঢাকা বিভাগের। আর শুধু ঢাকা সিটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে পাচ হাজার ২২৬ জন। অর্থাৎ আক্রান্তের প্রায় ৫৮ দশমিক ৫৫ শতাংশ রোগী ঢাকা সিটির। আর ঢাকায় প্রায় ৯৮ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ঢাকা সিটির প্রায় ১৭৯টি এলাকায় কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। সব থেকে আক্রান্ত এলাকা ও শনাক্ত রোগীর সংখ্যা হলো- রাজাবাগ ১৯৬, কাকড়াইল ১৬২, যাত্রাবাড়ি ১৪৩, মুগদা ১২১, মোহাম্মদপুর ১০৪, মহাখালী ১১১, লালবাগ ৭৯, তেজগাঁও ৭৯, মালিবাগ ৭৮, উত্তরা ৭০, বাবু বাজার ৬৬, বংশাল ৬৩, শাহবাগ ৫৪, গেন্ডারিয়া ৫৬, মগ বাজার ৫৫, খিলগাঁও ৫৩, বাড্ডা ৪৬, ধানমন্ডি ৪৬, বাসাবো ৪৩, চক বাজার ৪৩, গুলশান ৪১, ওয়ারী ৪৯, হাজারীবাগ ৩৯, মিরপুর -১৪’এ ৩৯, মিটফোর্ড ৩৮, জুরাইন ৩৬, চান খারপুর ৩৬, কামরাঙ্গিরচর ৩৫, মিরপুর-১’এ ৩৩, মিরপুর-১১’এ ৩৩, পল্টন ৩১, ফার্গেট ৩২, আগারগাঁও ৩২, শ্যামলী ৩৬, রামপুরা ৩৩, শ্যামলী ৩৬, শাখারি বাজার ২৯, পুরান পল্টন ২৭, গোপীবাগ ২৯, মান্দা ২৩, আজিমপুর ২৩, মানিকনগর ২২, মিরপুর-১২’এ ১৯, সায়দাবাদ ১১, শাজাহানপুর ১৮, শান্তিনগর ১৯, তোলারবাগ ১৯, নারিন্দা ১৮, ইস্কাটন ১৭, লক্ষ্মী বাজার ১৮, রমনা ১৫, বসুন্ধরা ১৫, আদাবর ১৪, শনির আখড়া ১৬, নাখালপাড়া ১৬, শান্তিবাগ ১২, আদাবর ১৪, গ্রীন রোড ১৩, কাওরান বাজার ১৩, কলাবাগান ১২, কতোয়ালী ১১, পান্থপথ ১১, টঙ্গী ১১, ইলিফেন্ট রোড ১১, কল্যাণপুর ১০, কাজী বাড়ি ১০, নিউ মার্কেট ১০।

এছাড়াও আব্দুল্লাহ পুর, আফতাব নগর, আমিন বাজার, আমলা পাড়া, আরাম বাগ, আরমানিটোলা, আসাদ গেট, আশুলিয়া, আসকোনা, বেইলি রোড, বকশি বাজার, বারিধারা, বনশ্রী, বাংলা মোটর, বানিয়া নগর, বিজয় নগর, বেগুন বাড়ি, বেগম বাজার, বেরি বাধ, বসিলা, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ক্যান্টমেন্ট, ধোলাইপার, ধোলাইখাল, দানিয়া, ঢাকেশ্বরী, ডেমরা, ধালপুর, দয়াল গঞ্জ, ফরিদাবাদ, ফকিরাপুল, ফরাশগঞ্জ, গরান, গোপালবাগ, গণকটুলি, গোপীবাগ, গুলিস্তান, হাতিরঝিল, হাতিরপুল, ইব্রাহিমপুর, ইসলামপুর, জেলগেট, ঝিগাতলা, কাঠালবাগান, কমলাপুর, কাফরুল, কাজলা, করোটিয়াতোলা, কসাইতলি, কচুক্ষেত, খিলক্ষেত, কলতাবাজার, কদমতলী, কুড়িল, কুতুবখালী, লালমাটিয়া, মাদারটেক, মালিতলা, মাটিকাটা, মানিকদি, মাতুয়াইল, মেরাদিয়া, মির হাজারীবাগ, মিরপুর-২, মিরপুর-৬, মনিপুর, মোহনপুর, নবাবপুর, নবাবগঞ্জ, নাজিরা বাজার, নীল ক্ষেত, নয়া বাজার, নিমতলী, নিকুঞ্জ, পল্লবী, পীরের বাগ, পোস্তাগোলা, রসুলবাগ, রায়েরবাগ, রাজা বাজার, রসুলপুর, রুপগঞ্জ, সবুজবাগ, সদরঘাট, রায়ের বাজার, রাজা বাজার, শাজাহানপুর, সেগুনবাগিচা, সাইন্সল্যাব, শাহ আলী বাগ, শ্যামপুর, শ্যাওড়া পাড়া, শেখের টেক, সোয়ারি ঘাট, সিপাহি বাগ, সিদ্ধেশ্বরী, তল্লাবাগ, তেজকুনি পাড়া, তুরাগ, তেজতুরি বাজার, ভাটারা, উর্দু রোডে সামান্য সংখ্যক আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সূত্র : আইইডিসিআর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877