বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী শামসুর রহমান জিলুর পরলোক গমন

সাবেক মন্ত্রী শামসুর রহমান জিলুর পরলোক গমন

হাকিকুল ইসলাম খোকন : ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, পাবনা জেলার বর্ষিয়ান রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপি আর নেই। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।খবর বাপসনিউজ।১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। ১৯৯৬ সালে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

শামসুর রহমান শরীফ ও মিসেস কামরুন্নাহার শরীফ দম্পতির ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে মেজ ছেলে রানা শরীফ সড়ক দুর্ঘটনায় মারা যান।শামসুর রহমান শরীফ দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত ছয় মাস লন্ডন, মুম্বাই ও সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ আজ ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে লক্ষ্মীকুন্ডায় গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। ১৯৯৬ সালে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।মরহুমের পরলোকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন  যুকতরাষঠ বংগবনধু পরিষদের সভাপতি ড.নুরান নবী,যুক্তরাষট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,,আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন,যুক্তরাষেট আওয়ামী আওয়ামী লীগ ও যুক্তরাষট আওয়ামী পরিবারের  ড: প্রদিপ কর,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,মোহম্মদ আলী সিদিদকী,এ্যডভোকেট শাহ মো:বখতিয়ার আলী,শরীফ কামরুল আলম হীরা,সাংবাদিক মোবাইল:নাসির,সাংবাদিক হেলাল মাহমুদ,আসাফ মাসুক,অধ্যাপক মমতাজ শাহানাজ,মিজবাহ আহমেদ,ফরিদ আলম ,মনজুর চৌধুরী কায়কোবাদ খান,রুমানা আক্তার ,আতাউর রহমান তালুকদার,মিজানুর রহমান চৌধুরী ,জাহিদ হাসান .শহিদুল ইসলাম , এমএ করিম জাহাংগীর,বীর মুক্তিযোদধা ফারুক হোসাইন.মুকতিযোদধা মিজানুর রহমান চেীধুরী,খুরশিদ আনোয়ার বাবলু,মোকতিযোদদা নজমুল ইসলাম চৌধুরী ,মুক্তিযোদদা সাইদুর রহমান সাইদ,ইলিয়ার রহমান,মোশাররফ হোসেন খান চেীধুরী,রুমানা আক্তার ,শহিদুল ইসলাম,আতাউর রহমান কামাল,নাদের মাষ্টার ,মনজুর চেীধুরী,জাহাংগীর কবির,দেওয়ান আশরাফ,দেলওয়ার হোসেন,আতাউর রহমান,সাখাওয়াত হোসেন, শারমিন আক্তার., নাহিদা পারভিন ,শেখ জামাল আহমেদ,সেবুল মিয়া,ইফজাল আহমদ চৌধুরী,মাহমুদ,ফরিদ উদ্দিন,খন্দকান জাহিদুল ইসলাম,জালাল উদ্দিন জলিল,ফিরোজ আহমেদ কল্লোল,ওসমান গনি,সুহাস বডুয়া,দেলওয়ার মানিক,শাহাদত হোসেন,দেলওয়ার, নাদের মাষটার,শরীফ জাহাংগীর আলম,হাসান জিলানী,এবিএম মিজানুল হাসান,আতাউর তালুকদার ,আলমগীর,সাজ,মাইনুদদিন,,ড: সুলতান মাহমুদ,ড: মকবুল হোসেন তালুকদার,মো: আলমগীর,জাকির হোসেন,জামাল মিয়া,মিজান চৌধুরী,জিয়া সহ নিউইয়কের রাজনীতিক,কবি,লেখক.সাংবাদিক,শিল্পী এবং আরও অনেক গন্যমান্য জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877