মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মদ তৈরি বন্ধ করে হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ওয়ার্নারের প্রতিষ্ঠান

মদ তৈরি বন্ধ করে হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ওয়ার্নারের প্রতিষ্ঠান

স্বদেশ ডেস্ক:

মকরোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। তাতে থমকে গেছে স্বাভাবিক জীবন। তবে এই করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করতে সর্বাত্মক চেষ্টা করছে পুরো বিশ্ব। ব্যক্তিগতভাবেও অনেকে এগিয়ে এসেছেন। এরমধ্যে আছেন কিংবদন্তি স্পিনার অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।

করোনা আক্রান্তদের সাহায্য করতে মেলবোর্নে নিজের বিলাসবহুল বাড়িটি বিক্রির ঘোষণা দিয়েছেন ওয়ার্ন। পাশাপাশি অ্যালকোহল প্রস্তুতকারী নিজ প্রতিষ্ঠান ‘সেভেনজিরোএইট জিন’ মদ তৈরি বন্ধ করে দিয়েছেন তিনি। সেখানে এখন হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ওয়ার্নের কর্মীরা। স্যানিটাইজার বানাতে উঠে-পড়ে লেগেছে ঐ প্রতিষ্ঠানের কর্মীরা।

এ ব্যাপারে নিজস্ব অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট ৭০৮ উইকেট শিকার করা ওয়ার্ন লিখেন, ‘অস্ট্রেলিয়ানদের জন্য এখন চ্যালেঞ্জিং সময়। এই রোগের বিপক্ষে লড়াই করতে ও জীবন বাঁচাতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যেভাবেই হোক চিকিৎসা ব্যবস্থাকে সাহায্য করতে হবে। সেভেনজিরোএইট এটা করতে পারায় আমি খুশি, অন্যদেরও একইভাবে এগিয়ে আসার অনুরোধ করছি।’

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দু’টি হাসপাতালে লাভ ছাড়াই দেওয়া হবে ওয়ার্নারে প্রতিষ্ঠানে তৈরি হওয়া হ্যান্ড স্যানিটাইজারগুলো। স্বাস্থ্যবিধি মেনে বানানো হচ্ছে, ৭০ শতাংশ অ্যালকোহলসমৃদ্ধ মেডিক্যাল গ্রেডের হ্যান্ড স্যানিটাইজার।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877