বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

মাহমুদউল্লাহর সেঞ্চুরির আক্ষেপ, বাংলাদেশ ২৪৪

মাহমুদউল্লাহর সেঞ্চুরির আক্ষেপ, বাংলাদেশ ২৪৪

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিপদে পড়া বাংলাদেশকে উদ্ধার করেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। পরে মিরাজ বিদায় নিলেও দারুণ ব্যাটিংয়ে দলকে পথ দেখান অভিজ্ঞ মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত টাইগারদের সম্মানজনক স্কোর পাইয়ে দেন। কিন্তু সেঞ্চুরির আপেক্ষ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

প্রথম দুই ম্যাচে সমতা থাকায় এই ওয়ানডেটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। এমন ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান করেন। ইনিংসের শেষ বলে রান আউট হওয়া মাহমুদউল্লাহ ৯৮ রান করেন।

আজ সোমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অন্তর্বর্তী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ ম্যাচে পেসার নাহিদ রানার অভিষেক হয়েছে।

এদিন প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা শুরুটা ভালো করে। ৮.৩ ওভারে ৫৩ রান তোলেন দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকার। তবে ৫ বলের ব্যবধানে তারা দুজনেই মাঠ ছাড়েন। আর দলীয় ৫৮ রানে রান আউট হয়ে ফিরেন যান জাকির হাসান।

নবম ওভারের তৃতীয় বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হন সৌম্য। এই বাঁহাতি ২৩ বলে ৩টি চারে ২৪ রান করেছেন। আর পরের ওভারেই মোহাম্মদ নবীর বলে হাসমতউল্লাহ শহিদীকে ব্যক্তিগত ১৯ রানে ক্যাচ দেন তানজিদ হাসান। আর ১১তম ওভারে ৪ রানে রান আউট হন জাকির। এরপর গত দুই ম্যাচের মত এদিনও ব্যর্থ হন তাওহিদ হৃদয়। রশিদ খানের বলে স্লিপে ক্যাচ দেওয়া এই ব্যাটার ৭ রান করেন।

বাংলাদেশ বিপর্যয়ে পরলেও পঞ্চম উইকেট জুটিতে মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ায়। তারা ১৮৮ বলে ১৪৫ রানের জুটি গড়েন। নেতৃত্বে অভিষেকের পাশাপাশি শততম ওয়ানডের মাইলফলকে নামা মিরাজ চতুর্থ হাফসেঞ্চুরির দেখা পান। পরে ওমরজাইয়ের বলে আউট হওয়ার আগে ১১৯ বলে ৪টি চারে ৬৬ রান করেন তিনি। তবে শেষ পর্যন্ত ব্যাট করা মাহমুদউল্লাহ ঠিক ৯৮ বলে ৯৮ রান করেন। ইনিংসের শেষ বলে দৌড়ে ২ রান নিতে গিয়ে রান আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ২৯তম ফিফটি। মাঝে জাকের আলী ও নাসুম আহমেদ দ্রুতই আউট হয়ে মাঠ ছাড়েন।

আফগানিস্তান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান আজমতউল্লাহ ওমরজাই। মোহাম্মদ নবী ও রশিদ খান একটি করে উইকেট দখল করেন।

আজ নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একাদশে নেই। গত শনিবার দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পান। সেই চোটই কাল হয়ে দাঁড়াল। কাল রাতে এমআরই করানো হয়েছে শান্তকে। আজ সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় ওয়ানডের দলে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। নাজমুলের জায়গায় দলে ঢুকেছেন ব্যাটার জাকির হাসান। বিশ্রাম পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় ওয়ানডে অভিষেক হচ্ছে ফাস্ট বোলার নাহিদ রানার। অপরদিকে আফগানদের একাদশ অপরিবর্তীত থাকছে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেয়ালিয়া খারোতে, আল্লাহ গজনফর ও ফজলহক ফারুকি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877