বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

খুতবা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা ওয়াইসির

খুতবা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা ওয়াইসির

স্বদেশ ডেস্ক:

ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ছত্তিশগড় সরকার একটি নতুন আইন প্রস্তাব করেছে। নতুন নিয়মানুসারে, জুমার খুতবার বিষয়বস্তু ওয়াকফ বোর্ডকে দেখিয়ে অনুমোদন নিতে হবে।

রাজ্য সরকারের এই পদেক্ষেপের কঠোর সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

তিনি বলেন, নতুন এই আইন প্রস্তাব করে রাজ্য সরকার ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এই অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ধর্ম পালন ও প্রচারের অধিকার দেয়া হয়েছে। সেজন্য ওয়াকফ বোর্ডের কোনো আইনগত অধিকার নেই যে এ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে।

তিনি এক এক্সবার্তায় বলেন, এখন বিজেপির লোকজন কী বলবেন। আমরা আমাদের ধর্ম কিভাবে পালন করব, সেজন্যও কি তাদের অনুমতি নিতে হবে? সংবিধান তো ওয়াকফ বোর্ডকে এমন ক্ষমতা দেয়নি। তবে কিসের ভিত্তিতে এই অধিকার প্রয়োগ করা হচ্ছে?

উল্লেখ্য, ছত্তিশগড় রাজ্য সরকার নতুন আইনের প্রস্তাব করেছে যে জুমার খুতবাগুলো ওয়াকফ বোর্ড থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। সরকারের এমন পদক্ষেপে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর।

তবে আইনটি এখনো আলোচনাধীন রয়েছে। তবে এটি কি কেবলই ছত্তিশগড় রাজ্যের জন্য প্রয়োগ হবে না আরো বড় ধরনের পরিকল্পনা আছে, সেটি এখনো স্পষ্ট নয়।

সূত্র : সিয়াসত ডেইলি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877