স্বদেশ ডেস্ক:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার অলিপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নারীর পরিচয় জানা যায়নি। চানপুর এলাকার হতে পারে বলে জানায় পুলিশ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সেপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।