বুধবার, ২২ মে ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান ঢাবিতে গোলাম মাওলা রনির ওপর হামলা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র, একাদশে যারা আজিজ আহমেদের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হয়নি: ওবায়দুল কাদের অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে : সিইসি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ
যুক্তরাষ্ট্র-তালিবান চুক্তি ২৯ ফেব্রুয়ারি

যুক্তরাষ্ট্র-তালিবান চুক্তি ২৯ ফেব্রুয়ারি

স্বদেশ ডেস্ক:

এক বছরের বেশি সময় ধরে তালেবানের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র৷ অবশেষে দুই পক্ষই জানিয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষর হবে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রথমে এক বিবৃতিতে ২৯ তারিখ চুক্তির বিষয়টি জানান৷ এর কিছুক্ষণ পর তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদের বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়৷

এর আগে শুক্রবার দিনের শুরুতে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভেদ ফয়সাল শনিবার থেকে সপ্তাহব্যাপী ‘সংঘাত হ্রাস’ কর্মসূচি শুরু হবে বলে জানান৷ অর্থাৎ, এই সময় সংঘাত কমাতে সচেষ্ট থাকবে মার্কিন বাহিনী, তালেবান ও আফগান কর্তৃপক্ষ৷

মাইক পম্পেও বিবৃতিতে বলেছেন, ২৯ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরের পর আফগানিস্তানের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে৷ সেখানে স্থায়ী যুদ্ধবিরতি ও আফগানিস্তানের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা হবে৷ পাকিস্তানে তালেবানের এক সূত্র এএফপিকে জানিয়েছেন, ২৯ তারিখ চুক্তি হলে তালেবান ও আফগান সরকারের মধ্যে ১০ মার্চ আলোচনা শুরু হবে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অবশ্য স্বীকার করেছেন যে, চ্যালেঞ্জ এখনো আছে৷ তবে যতখানি অগ্রগতি হয়েছে তাতে আশান্বিত হওয়া যায় বলে মনে করেন তিনি৷

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চুক্তি সইয়ের বিষয়টি ‘সংঘাত হ্রাস’ কর্মসূচির সফলতার উপর নির্ভর করছে৷ এর আগে গত সেপ্টেম্বরে একবার দুই পক্ষ চুক্তির কাছাকাছি চলে গিয়েছিল৷ কিন্তু সংঘাত চলতে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে সরে এসেছিলেন৷

গত ১৮ বছর ধরে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলে আসছে৷ আফগানিস্তানে এখনো ১২ থেকে ১৩ হাজার মার্কিন সৈন্য রয়েছে৷
সূত্র : ডয়চে ভেলে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877