রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

সাগর-রুনি হত্যা মামলায় তদন্তে অগ্রগতির প্রতিবেদন ২৩ মার্চ

সাগর-রুনি হত্যা মামলায় তদন্তে অগ্রগতির প্রতিবেদন ২৩ মার্চ

স্বদেশ ডেস্ক:

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে অগ্রগতির প্রতিবেদন ২৩ মার্চ। সোমবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস মামলার নথি পর্যালোচনা করে এ তারিখ ধার্য্য করেছেন।

এর আগে রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম তদন্ত সংক্রান্তে কোনো প্রতিবেদন দাখিল করেননি।

মামলার অভিযুক্ত মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মামুন, মো: কামরুল হাসান অরুন, বকুল মিয়া, রফিকুল ইসলাম, আবু সাঈদ, এনাম আহাম্মদ ওরফে হুমায়ুন কবির, পলাশ রুদ্র পাল ও তানভীর রহমান। আসামিদের মধ্যে শেষের দুজন জামিনে ও অপর আসামিরা কারাগারে আছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877