বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬০

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬০

স্বদেশ ডেস্ক:

চীনের বিভিন্ন কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা সংখ্যা এবং চিকিৎসা উপকরণের মারাত্মক সঙ্কটের মুখে পড়েছে। এদিকে বৃহস্পতিবার এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬০ জনে দাঁড়িয়েছে। ভাইরাসের উৎপত্তি কেন্দ্রের দূরের অনেক নগরী তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। খবর এএফপি’র।

চীনে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৮ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের ২০টিও বেশি দেশে এ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে গেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে এক নবজাতক রয়েছে। জন্মের ৩০ ঘণ্টার মধ্যেই তার শরীরে এই ভাইরাস ধরা পড়ে।

উহান নগরীর কর্মকর্তা হু লীসান বলেন, অতিরিক্ত হাজার হাজার রোগীর চাপ থাকায় এখানকার হাসপাতালগুলোতে মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, এ নগরীতে করোনা ভাইরাস চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণেরও সঙ্কট রয়েছে।

এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তারা নগরীর বিভিন্ন হোটেল, শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা কেন্দ্র খোলার কথা বিবেচনা করছে।

এদিকে এ ভাইরাস বিশ্ব স্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণা করার পর বিশ্বব্যাপী উদ্বেগ অনেক বৃদ্ধি পেয়েছে।
ডব্লিউএইচও নতুন এ করোনা ভাইরাস মোকাবেলায় ৬৭ কোটি ৫০ লাখ ডলার অর্থ সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877