মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

সাংবাদিক সুমনকে কোপানো হলো নৃশংসভাবে

সাংবাদিক সুমনকে কোপানো হলো নৃশংসভাবে

স্বদেশ ডেস্ক:

নির্বাচনের দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন নামের এক অনলাইন সাংবাদিককে কুপিয়েছে দৃর্বৃত্তরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাফরাবাদের সাদেক খান রোডে ঢাকা দক্ষিণ সিটির ৩৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন খোকনের(টিফিন ক্যারিয়ার মার্কা) সমর্থকরা তাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করেছে বলে জানা গেছে। আহত সুমনকে প্রথমে শিকদার মেডিকেল হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সেখান থেকে রেফার্ড করে ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের দায়িত্ব পালনরত অবস্থায় সুমনের উপর এই হামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877