বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

আল্লাহ পাপীদের কেন বাঁচিয়ে রাখেন?

আল্লাহ পাপীদের কেন বাঁচিয়ে রাখেন?

স্বদেশ ডেস্ক:

প্রশ্নের উত্তর দিয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

প্রশ্ন : আমরা সাধারণত জানি, আল্লাহ আমাদের জন্মের অনেক আগেই আমাদের ভাগ্যে যা-ই আছে তা জানেন। আমরা তো এখন নানা পাপ কাজে লিপ্ত হচ্ছি সেগুলোও জানেন। আমাদের ভবিষ্যতে কী হবে সেগুলোও তিনি জানেন। আমরা কি জান্নাতি নাকি জাহান্নামি হব সেটাও তিনি জানেন। তিনি সব কিছু জানা সত্ত্বেও আমাদের কেন বাঁচিয়ে রাখলেন?

—উল্লাস খান (ই-মেইলে প্রশ্ন করেছেন)

উত্তর : জান্নাত ও জাহান্নামের অধিকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞাত হওয়া সত্ত্বেও দুনিয়াতে মানুষের প্রতি নির্দেশ হলো, জান্নাতি আমল করে জান্নাত লাভের চেষ্টা করা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য সকল পাপাচার থেকে বেঁচে থাকা। এর জন্য আল্লাহ তাআলা মানুষকে জান্নাত-জাহান্নামের কর্ম বোঝার জন্য বুদ্ধি ও জ্ঞান দান করেছেন এবং কর্মের জন্য ইচ্ছাশক্তিও দিয়েছেন। অতএব, মানুষের কর্তব্য হচ্ছে শরিয়তের আদেশ-নিষেধ মেনে চলা। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১/২৯৬, বুখারি, হাদিস : ৪৯৪৯, উমদাতুল কারী : ২৩/১৫২, মিরকাত : ১/২৭২)

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877