স্বদেশ ডেস্ক:
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার এবি ডি ভিলিয়ার্স। বেশ কয়েকদিন ধরেই ক্রিকেটাঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এবার প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানিয়েছেন, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবার জাতীয় দলে ফেরার বিষয়ে ডি ভিলিয়ার্সের সাথে আলোচনা চলছে ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের।
দুই দিন আগে দেশটির নতুন কোচ মার্ক বাউচার বলেছিলেন তিনি দলে ফেরার প্রস্তাব দিতে চান ভিলিয়ার্সকে। আর ফাফ জানিয়েছেন, এ বিষয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে।
প্রোটিয়া অধিনায়ক বলেন, সমর্থকরা চায় এবি আবার দলে ফিরুক, আমিও তার ব্যাতিক্রম নাই। দুই-তিন মাস ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
গত বছর মে মাসে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত ভিলিয়ার্স। একের পর এক ইনজুরি আর অতিরিক্ত খেলার চাপের কথা বলে তিনি বিদায় নেন। তবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে দলে ফেরার আগ্রহ দেখালেও দক্ষিণ আফ্রিকা বোর্ড জানায়- তিনি অনেক দেরিতে মনে কথা প্রকাশ করেছেন। এতদিনে আমরা দল নিয়ে পরিকল্পনা করে ফেলেছি।
তবে এবার যেহেতু আগেভাগেই আলোচনা শুরু হয়েছে তাই এই হার্ডহিটারকে দেখা যেতে পারে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে।