স্পোর্টস ডেস্ক: এস এ গেমসে লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন নৌবাহিনীর আল আমিন। আজ বুধবার নেপালের কাঠমান্ডুতে ৭৬০ মিটার অতিক্রম করে ব্রোঞ্জ জিতেন তিনি।
আল আমিন ২০১০ সালেও ব্রোঞ্জ জিতেছিলেন।
উন্নত প্রশিক্ষণ পেলে আট মিটার পর্যন্ত লাফাতে পারবেন বলে জানান আল-আমিন।
এই বিভাগে ৭৮৭ মিটার অতিক্রম করে স্বর্ণ ও ৭৭৭ মিটার অতিক্রম করে রৌপ্য জিতেছেন ভারতের দুই প্রতিযোগী।