বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করল দিল্লি

শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করল দিল্লি

স্বদেশ ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে! কূটনৈতিক সূত্রে এ খবর জানা গিয়েছে। গতকাল মঙ্গলবার আবার হাসিনার পাসপোর্টও বাতিল করেছে বাংলাদেশ।

দু’দিন আগেই হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহ-অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়।

ভারতীয় শীর্ষ কূটনৈতিক সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি শেখ হাসিনার ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার।

তবে দিল্লির কূটনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ‘কূটনৈতিক’ নয়, ‘আইনি’। কোনো অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের স্থায়ী সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে, তার সমস্ত আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন বলেই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। ফলে হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক বার্তার (নোট ভার্বাল) উত্তর অবশ্যই দেয়া হবে ‘যথাসময়ে’। কিন্তু তার জন্য কোনো তাড়াহুড়ো করা হবে না।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের বার্তার সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাসও লেগে যেতে পারে। আর সে কারণেই হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, দিল্লির ‘ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের’ (এফআরআরও) মাধ্যমে আবেদন করিয়ে ভারতে থাকার কাগজ বৈধ করে নেয়া হয়েছে।

ভারতে কোনো উদ্বাস্তু-সংক্রান্ত আইন না থাকায় এফআরআরও-এর মাধ্যমে বাংলাদেশের নাগরিক হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেয়া হয়েছে। তবে কত দিনের জন্য এই ছাড়পত্র দেয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877