বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

স্বদেশ ডেস্ক:

আওয়ামী সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এই আদেশ দেন।

দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক মোহা. নুরুল হুদা ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে আদালত তার ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন।

আবেদনে বলা হয়, শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে তার নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মর্মে প্রতীয়মান হয়।

শরীফ আহমেদ তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রূপান্তরের মাধ্যমে নিজের ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শরীফ আহমেদের দুটি ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। অভিযোগ নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। অবিলম্বে তার অর্জিত অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি কর্পোরেট শাখা দুই হিসাবে এক কোটি করে দুই কোটি এবং সোনালী ব্যাংক এলপির জাতীয় সংসদ ভবন শাখায় এক কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৭০ টাকা শরীফ আহমেদের নামে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877