স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু লোক হতাহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির ইংরেজী দৈনিক দ্য ডনের অনলাইন সংস্করণে শুরুতে নিহতের সংখ্যা ৪৬ বলা হলেও পরবর্তীতে এই সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭৩ জনে। আহত হয়েছে আরো প্রায় অর্ধশত যাত্রী।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল ট্রেনটি। পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী শেখ রশিদ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অনেক যাত্রী প্রাণ বাঁচাতে ট্রেন থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন।
পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলার লিয়াকতপুর শহরের কাছে ট্রেনটিতে হঠাৎ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যে ৩টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশর পাশাপাশি সেনা সদস্যদের পাঠানো হয়েছে।
পাকিস্তান আইএসপি আর এক বিবৃতিতে বলেছে, মুলতান থেকে একটি সেনা হেলিকপ্টার উদ্ধার অভিযানের জন্য রওয়ানা হয়েছে।
এ ঘটনায় দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।