বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ ইস্যুতে মোদির সাথে কথা বলেছেন জয়শঙ্কর

বাংলাদেশ ইস্যুতে মোদির সাথে কথা বলেছেন জয়শঙ্কর

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশে ইসকন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামীকাল শুক্রবার এ বিষয়ে পার্লামেন্টের উভয় কক্ষকে ব্রিফ করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে (চন্দন কুমার ধর) গ্রেফতারের ঘটনায় তার সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক আইনজীবীকে হত্যা করেছে চিন্ময় সমর্থকরা।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে।

রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলায় ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।

এই সনাতন জোট নেতার গ্রেফতার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় ২৬ নভেম্বর ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তাকে জামিন না দেয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877