স্বদেশ ডেস্ক:
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আজ বুধবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে করা চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
এক বছরের চুক্তিতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন তোফাজ্জল হোসেন। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের ২৫ জুন।