বুধবার, ১৫ মে ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

‘সরলতার প্রতিমা’ খ্যাত কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন

‘সরলতার প্রতিমা’ খ্যাত কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন

স্বদেশ ডেস্ক

জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার রাতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গীতিকার তরুন মুন্সি বিষয়টি নিশ্চিত করেন।

তরুন মুন্সি  জানান, তিনি শুনেছেন গ্রিনরোড কমফোর্ট হাসপাতালে কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন। তিনি সেখানে যাচ্ছেন।

কমফোর্ট হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান খালিদ। তার হার্টে রিং পরানো ছিল।

আজ রাত সাড়ে ১১টায় গ্রিনরোড জামে মসজিদে খালিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার সকালে তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্রের নাম খালিদ, যিনি চাইমের খালিদ নামে পরিচিত। ১৯৮৭ সালে সারগাম থেকে প্রকাশিত ‘চাইম’ এর প্রথম অ্যালবাম (সেলফ টাইটেলড) দিয়ে যাত্রা শুরু তার। চাইমের ব্যান্ড অ্যালবামের চেয়ে খালিদ জনপ্রিয় হয়ে যান ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে। মূলত খালিদ তার জনপ্রিয়তা ধরে রাখেন ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে।

বাংলা ব্যান্ড সংগীতের আরেক তারকা প্রিন্স মাহমুদের ব্যান্ড মিক্সড অ্যালবামগুলোতে খালিদ তার গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। প্রিন্স মাহমুদের অ্যালবামগুলোর মধ্যে খালিদের গাওয়া ‘কিভাবে কাঁদাবে’, ‘আবার দেখা হবে’, ‘নীরা’, ‘আকাশনীলা’, ‘কোন কারণেই’, ‘হয়নি যাবার বেলা’ শ্রোতা মহলে ব্যাপক জনপ্রযোগ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877